ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

চতুর্থস্তরের ক্লাবের কাছে হেরে বিদায় ম্যানইউ’র

চতুর্থস্তরের ক্লাবের কাছে হেরে বিদায় ম্যানইউ’র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লিগ কাপে বিব্রতকর এক হার দেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় রাউন্ডে চতুর্থ স্তরের ক্লাব গ্রিমসবির কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে তারা বিদায় নিয়েছে। টুর্নামেন্টের ইতিহাসে যা বড় অঘটনের একটি হিসেবে জায়গা করে নিয়েছে! 

শুরুতে নির্ধারিত সময়ের খেলা ২-২ ড্র ছিল। তার পর ম্যারাথন পেনাল্টির ঘটনা ঘটেছে। সেখানে ১২-১১ ব্যবধানে শেষ হাসি হেসেছে লিগ দুইয়ের দল গ্রিমসবি। ম্যাচের ২২ মিনিটেই ইংলিশ জায়ান্টদের চমকে দেয় গ্রিমসবি। গোল করেন চার্লস ভারন্যাম। ৩০ মিনিটে ব্যবধান বাড়ান ওয়্যারেন। রেড ডেভিলরা তার পর ফেরার ইঙ্গিত দিলেও ২-২ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের ম্যাচ। ৭৫ মিনিটে একটি গোল করেন এমবেউমো। ৮৯ মিনিটে স্কোর ২-২ করেন হ্যারি ম্যাগুইয়ার। 

টাইব্রেকারে নির্ধারিত পঞ্চম স্পট কিকে মাথিউস কুনহা ম্যানইউ’র জয় নিশ্চিত ব্যর্থ হয়েছিলেন। তার পর ম্যারাথন শুটআউটে ভাগ্য নির্ধারণী স্পট কিকে ক্যামেরুনিয়ান এমবেউমো ব্যর্থ হওয়াতে ১২-১১ ব্যবধানে হার নিশ্চিত হয় ম্যানইউর। তাতে এরই মধ্যে বিপদে থাকা ম্যানইউ কোচ রুবেন আমোরিমের ওপর চাপটা বেড়েছে আরও।

আরও পড়ুন

 ম্যানইউ’র প্রিমিয়ার লিগের শুরুটাও হয়েছে জয়হীন। তার ওপর গত মৌসুমে ২০ বারের চ্যাম্পিয়নরা হয়েছে ১৫তম। ১৯৭৪ সালে অবনমনের পর যা ছিল তাদের সবচেয়ে বাজে মৌসুম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ভল্ট ভেঙে নগদ টাকা লুট

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন “মায়ের ডাক”-এর চিত্র প্রদর্শনীতে আমিনুল হক

চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

মামলা ও নির্যাতনেও হাসিনার কাছে মাথানত করিনি: এ্যানি

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু

ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিয়েছেন: নুর