জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর গ্রামের এক মৎস্য চাষীর পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐ গ্রামের মৃত ওমর আলী মন্ডলের ছেলে ইদ্রিস আলী মন্ডলের বাড়ি সংলগ্ন ১৬ শতাংশ একটি পুকুর ক্রয় করে মাছ চাষ শুরু করেন।
বর্তমানে তিনি বৃদ্ধ হওয়ায় তার ছেলে একরামুল হক পুকুরটিতে রুই,কাতলা, টেংরা, ডারকা,পুটিসহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ চাষা করেন। গতকাল মঙ্গলবার রাতে কে বা কারা পুকুরে বিষ দিয়ে করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলে। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী একরামুল হক বলেন, সকালে উঠে পুকুর পাড়ে গিয়ে দেখি পুকুরে মাছ মরে ভেসে আছে।
আরও পড়ুনপ্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। আমার তো কারো সঙ্গে শত্রুতা নেই। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই ঘটনার বিচার চাই। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে একটি মৌখিক অভিযোগ করেছেন বলে জানান ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী একরামুল হক।
মন্তব্য করুন