দিনাজপুরের ফুলবাড়ী হাসপাতালে অভিযান দুই দালালের জরিমানা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযান চালিয়ে বিপ্লব হোসেন (৪০) ও পুর্ণিমা রানী (৫৬) নামে দালাল চক্রের দুই সদস্যকে ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে দালাল চক্রের দুই সদস্যকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্ররা দীর্ঘদিন ধরে কমিশনের ভিত্তিতে হাসপাতালে আসা গ্রামের সহজ সরল রোগীদের কৌশলে শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে নিম্নমানের পরীক্ষা নিরীক্ষা এবং ডিপ্লোমাধারী ডাক্তারদের দিয়ে প্রেসক্রিপশন করে অর্থ হাতিয়ে নিয়ে থাকে এই দালাল চক্র।
এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে হাসপাতাল চত্বরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে দুই দালালকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করাসহ সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমানসহ থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ভবিষ্যতে যাতে এ ধরণের কার্যক্রম না করে সেজন্য সর্তক করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন