ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডিতে এক মাস পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মাইলস্টোন ট্র্যাজেডিতে এক মাস পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু, ছবি: সংগৃহীত।

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থী তাসনিয়া এক মাস চিকিৎসাধীন থাকার পর মারা গেছে।শনিবার সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় শিক্ষার্থীসহ ৩৬ জনের মৃত্যু হল।

তাসনিয়া ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়তেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, “২১ জুলাই ওই ঘটনার পর তাসনিয়া বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়। তার শরীরের ৩৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।”

তাসনিয়ার বাবা নাজমুল ইসলাম গণমাধ্যমে বলেন, “তাসনিয়া সকালে মারা গেছে। আমরা এখন বার্ন ইনস্টিটিউটেই আছি।”

আরও পড়ুন

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত যে ৩৬ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু। দুর্ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে ৫৬ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। ছাড়পত্র পেয়েছেন ১৪ জন, ২২ জন এখনও হাসপাতালে ভর্তি আছেন।

মাইলস্টোন স্কুলে বিমান আছড়ে পড়ার ঘটনায় সম্মিলিত সামরিক হাসপাতালে এখনও একজন ভর্তি আছেন। ওই হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইউনাইটেড হাসপাতালে একজন করে দুজন মারা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের মাঠে কষ্টার্জিত জয় দিয়েই শুরু পিএসজি’র

নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মেসিদের ভারত সফর চূড়ান্ত

নাটোর সুগারমিলে ডাকাতির মূলহোতা গ্রেপ্তার

রংপুরে বিশেষায়িত ৫৬০ বেডের হাসপাতাল তৈরি করা হবে : স্বাস্থ্য উপদেষ্টা

গাজায় আরও ৭১ ফিলিস্তিনিকে হত্যা