ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

বগুড়ার ধুনটে শাশুড়ির অত্যাচারে ঘরে আগুন দিয়ে সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা

বগুড়ার ধুনটে শাশুড়ির অত্যাচারে ঘরে আগুন দিয়ে সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় সৎ শাশুড়ির অত্যাচার সইতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে নিপু আক্তার (২৬) ও তার কেলের শিশু সন্তান নুরজাহানকে (২) নিয়ে দরজা বন্ধ করে ঘরে আগুন লাগিয়ে ভেতর আত্মহত্যার চেষ্টা করেছে। আজ বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিপু আক্তার হেউটনগর গ্রামের আশরাফুল ইসলাম ডনের স্ত্রী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হেউটনগর গ্রামের আশরাফুল ইসলাম ডন অটোভ্যান চালিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। ডন ও নিপু দম্পতির চার বছরের সংসার জীবনে এক কন্যা সন্তান রয়েছে। তাদের অভাব-অনটনের সংসার। অনেক দিন আগে ডনের বাবা আব্দুর রাজ্জাক মারা গেছেন।

বাবার মৃত্যুর পর ডনের সৎ মা শাহনাজ খাতুন একই সংসারে বসবাস করেন। পরিবারের নানা বিষয়য়াদি নিয়ে বউ-শাশুড়ির মাঝে প্রায়ই ঝগড়া-বিবাদ হয়। শাশুড়ির নির্যাতনে অতিষ্ট হয়ে পড়েছে নিপু আক্তার। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে কয়েক দফা বৈঠক করেও এর কোন সমাধান হয়নি। এ অবস্থায় বুধবার দুপুরে ডন অটোভ্যান নিয়ে বাইরে যান।

আরও পড়ুন

এসময় বউ-শাশুড়ির মাঝে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে নিপু আক্তার তার কোলের সন্তান নুরজাহানকে নিয়ে স্বামীর ঘরের ভেতর প্রবেশ করে। এরপর দরজা বন্ধ করে ঘরের ভেতর কাপড়ের স্তুপ করে সেখানে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে কোলের শিশু সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় স্থানীয়রা ঘরের আগুন নিয়ন্ত্রণ করে নিপু আক্তার ও তার শিশু সন্তানকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। তবে আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড় ও টাকাসহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা ঘরের আগুন নিয়ন্ত্রন করে। এ কারণে আমারা মাঝপথ থেকে ফিরে আসি। ধুনট থানার এসআই হারুনর রশিদ সরদার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বউ-শাশুড়ির ঝগড়ার এক পর্যায়ে ঘরে আগুন দিয়ে কোলের সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা করে নিপু আক্তার নামের এক গৃহবধূ। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছোঁড়া  অনুশীলনের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ফিরছেন দীপিকা