নওগাঁর মহাদেবপুরে যৌতুক দাবিতে গৃহবধূকে মারপিট, স্বামী-শ্বশুর কারাগারে

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে যৌতুক দাবিতে গৃহবধূকে মারপিট ও নির্যাতনের ঘটনায় গৃহবধূর মামলায় স্বামী-শ্বশুর কারাগারে। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো- উত্তর ইশ্বরপুর গ্রামের ইচ উদ্দিনের ছেলে মোহন মৃধা ও মৃত পিয়ার উদ্দিন মৃধার ছেলে রইচ উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিকভাবেই প্রায় ২ বছর আগে উপজেলা সদরের ভকেশনাল পাড়ার শাহিনুর ইসলামের মেয়ে সুমাইয়া ইসলামের সাথে উত্তর ইশ্বরপুর গ্রামেরর্ ইচ উদ্দিনের ছেলে মোহন মৃধার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-শ্বশুর-শাশুড়ি যৌতুক দাবিতে মারপিটসহ নানাভাবে নির্যাতন করে আসছে ওই গৃহবধূকে।
ওই দম্পতির ঘরে ১০ মাস বয়সী ১ সন্তান রয়েছে। নির্যাতনের শিকার গৃহবধূ সুমাইয়া বাদি হয়ে গত মঙ্গলবার রাতে যৌতুকের দাবিতে মারপিট করে জখম ও সহযোগিতার অভিযোগে স্বামী-শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে স্বামী মোহন মৃধা ও শ্বশুর রইচ উদ্দিনকে গ্রেফতার করে।
আরও পড়ুনথানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা বলেন, গ্রেফতারকৃত আসামিদের আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন