কুড়িগ্রামের উলিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে আত তাইফ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার ধরনীবাড়ি দক্ষিণ মধুপুর কবিরাজ পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আত তাইফ ওই এলাকার নয়াদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার আজাদ জুয়েলের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, আজ বুধবার (২০ আগস্ট) সকালে আত তাইফ খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আত তাইফকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন