ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

কুড়িগ্রামে বৃষ্টি ও বন্যায় দুশ্চিন্তায় পটল চাষিরা

কুড়িগ্রামে বৃষ্টি ও বন্যায় দুশ্চিন্তায় পটল চাষিরা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে পটল ক্ষেতসহ অন্যান্য শাকসবজির জমি। এরইমধ্যে বৃষ্টি থেমে যাওয়ার পর কৃষকরা আবার জমিতে সার, কীটনাশক ও পরিচর্যা শুরু করে। কিন্তু তাতেও রক্ষা পায়নি এসব জমির সবজি।ফলে দুশ্চিন্তায় দিন পার করছেন চাষিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর জেলায় ২ হাজার ৫৭০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এখন পর্যন্ত অর্জন হয়েছে ৮৭০ হেক্টর জমির সবজি। এরমধ্যে রোপণকৃত সবজিসহ পটলের ক্ষতি হয়েছে ৮৩ হেক্টর। এছাড়াও ৬২১ হেক্টর আমন ধান ও ১০ হেক্টর কলা আক্রান্ত হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টিপাতে কুড়িগ্রাম জেলায় প্রবাহমান ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অপেক্ষাকৃত নিচু জমিতে রোপণকৃত আমনধান, কলা ও সবজি আক্রান্ত হয়। বিশেষ করে যারা পটলচাষ করেছেন তারা এবার অধিক লোকসানে পড়েছেন।

আরও পড়ুন

ছড়ারপাড় গ্রামের মমিনুল জানান, ৩৫ হাজার টাকা খরচ করে দুই বিঘা জমিতে পটল চাষ করেছেন তিনি। কিছুটা পটল তুলতে পেরেছেন। পরে বন্যা আসায় সম্পূর্ণ ক্ষেত নষ্ট হয়ে যায়। একই গ্রামের জামাল ও নুর ইসলাম জানান, প্রথমে বৃষ্টিতে পটলের ফুলগুলো মারা যায়। পরে সার, কীটনাশক দেয়ার পর আবার ফুল ধরা শুরু করে। শেষে হঠাৎ করে বন্যা এসে পটল ক্ষেত তলিয়ে যায়। এতে তার সমস্ত পটল ক্ষেত নষ্ট হয়ে যায়।

এ ব্যাপারে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. মামুনুর রহমান জানান, নদী তীরবর্তী অঞ্চলে যারা পটল চাষ করেছেন, সেগুলো পানিতে ডুবে যায়। ইতিমধ্যে ৮৩ হেক্টর সবজি পানিতে নিমজ্জিত হয়, এরমধ্যে পটলও রয়েছে। পটল একবার পানিতে ডুবে গেলে আর সারভাইব করতে পারে না। ফলে চাষিদের পটল ক্ষেত ভেঙে আগামভাবে লাউ, কুমড়া বা বেগুন লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছোঁড়া  অনুশীলনের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ফিরছেন দীপিকা