ফি না দেওয়ায় জয়পুরহাটের কালাইয়ে শিক্ষার্থীকে পরীক্ষা কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাইয়ে মাসিক মূল্যায়ন পরীক্ষার ফি দিতে না পারায় দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক এমিলি ইয়াসমিন রিনার বিরুদ্ধে।
গতকাল সোমবার উপজেলার পুনট বাজারে অবস্থিত মঞ্জুর আইডিয়াল স্কুল নামে একটি কিন্ডারগার্টেন স্কুলে ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় শিশু শিক্ষার্থীর বাবা বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এই ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থল গিয়ে তদন্ত করেছেন। তবে ওই স্কুলের পরিচালক মঞ্জুর রাহী চৌধুরী বলছেন ভিন্ন কথা। তার ভাষ্য, শুধু পরীক্ষার ফি নয়, বকেয়া মাসিক বেতন না দেওয়ায় তাকে পরীক্ষা থেকে বিরত রাখা হয়েছে।
ভুক্তভোগী শিশু শিক্ষার্থী সুরাইয়া মনি (৮) উপজেলার জালাইগাড়ী গ্রামে সাইফুল ইসলামের মেয়ে। সুরাইয়ার বাবা সাইফুল ইসলাম বলেন,তার মেয়ের মাসের বেতন বকেয়া নেই। শুধু পরীক্ষার ফি বাকি ছিল। মঙ্গলবার দিতে চাইছিলাম। তারা পরীক্ষা দিতেই দেয়নি। বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছি।
আরও পড়ুনমঞ্জুর আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষিকা এমিলি ইয়াসমিন রিনা বলেন,‘যা করেছি তা কিন্ডারগার্টেন স্কুলের নিয়মেই করেছি। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই।’ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম বলেন,‘এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পেয়ে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ওই স্কুলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ওই শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে আমরা এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব যাতে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে নজরদারি বাড়ানো হয়।’
মন্তব্য করুন