বগুড়ার শিবগঞ্জের গাংনগর বাজারে অবৈধস্থাপনা উচ্ছেদ, ফার্মেসিতে জরিমানা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জ উপজেলার গাংনগর বাজারে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সদ্য নির্মিতসহ একাধিক অবৈধ স্থাপনা ভেঙে জমি দখলমুক্ত করা হয়।
জানা যায়, গাংনগর বাজারে ভূমি অফিসসংলগ্ন সরকারি জায়গায় পূর্ববর্তী সরকারের আমলে আওয়ামী লীগের অফিস নির্মিত হয়। গত বছর ৫ আগস্ট সরকারের পতনের পর জনতা ওই অফিস ভাংচুর করে উচ্ছেদ করে। পরবর্তীতে মাছ ব্যবসায়ীরা সেখানে ব্যবসা শুরু করেন। সম্প্রতি স্থানীয় এক ব্যক্তি হাটের ইজারাদারের সঙ্গে যোগসাজশে পাকা স্থাপনা নির্মাণ করেন।
মাছ ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে ইউএনও জিয়াউর রহমান অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করেন। অভিযানে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর মাহবুব ইসলাম, পুলিশ সদস্য ও আনসার বাহিনী সহযোগিতা করে।
আরও পড়ুনএকই দিন দুপুর ১২টায় রহবল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। যমুনা মেডিকেল ফার্মেসির মালিক কনক সাহাকে ২ হাজার এবং যমুনা প্লাস মেডিকেল ফার্মেসির মালিক জনক সাহাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও জিয়াউর রহমান জানান, অবৈধ স্থাপনার অভিযোগ পাওয়ার পর তা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে এমন কার্যক্রমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধের জন্যও জরিমানা করা হয়েছে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন