রংপুরের পীরগঞ্জে ধসে পড়া ব্রিজ দুই বছরেও পুনর্নির্মাণ হয়নি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট-পাঁচগাছী ইউনিয়নের বড়পাহাড়পুর-সাহাপুর গ্রামে নলেয়া নদীর ওপর নির্মিত ব্রিজটি ২০২৩ সালের বন্যায় নদীর প্রবল স্রোতে ধসে পড়ে। এরপর দুই বছর কেটে গেলেও সেতুটি পুনর্নির্মাণে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রায় ১০ হাজার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো কাজ হয়নি। ফলে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীদের নদী পার হতে হচ্ছে নৌকায় বা ঝুঁকিপূর্ণ অস্থায়ী কাঠের সাঁকো দিয়ে। বর্ষা মৌসুম হওয়ায় দুর্ভোগের মাত্রা বেড়ে গেছে। নদীর পানি বাড়লে যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এদিকে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স বা কৃষিপণ্যবাহী যানবাহন চলাচল করতে না পারায় কৃষকরা ফসল বাজারজাত করতে পারছেন না। এতে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।
আরও পড়ুনইউপি সদস্য সাদা মিয়া বলেন, সেতুটি ছাড়া যোগাযোগ ব্যবস্থা অচল। বিশেষ করে বর্ষাকালে স্কুলপড়ুয়া শিশুরা নদী পার হতে ভয় পায়। পাঁচগাছী ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া বলেন, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। দ্রুত কাজ শুরুর জন্য আবারো জানানো হবে। এদিকে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পি জানান, বিষয়টি তাদের নজরে আছে। এটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত নির্মাণ কাজ শুরু করা হবে।
মন্তব্য করুন