ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

বগুড়ার শাজাহানপুরে অটোরিকশা হারিয়ে দিশেহারা হতদরিদ্র জুয়েল

বগুড়ার শাজাহানপুরে অটোরিকশা হারিয়ে দিশেহারা হতদরিদ্র জুয়েল। প্রতীকী ছবি

 শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ী এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে হতদরিদ্র জুয়েল হাসান (২৭)। সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে চলতো তার সংসারের ভরণপোষণ। কিন্তু উপার্জনের একমাত্র অটোরিকশাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন জুয়েল হাসান। এ বিষয়ে গাবতলী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগটি তদন্ত করতে বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, জুয়েল হাসান নিজ মালিকানাধীন সিএনজিচালিত অটোরিকশা (রেজি: নং বগুড়া-থ ১১-৬৮৩১) চালিয়ে পরিবারের ভরণপোষণ চালাতেন। অসুস্থতার কারণে গত ১৪ আগস্ট থকে বিলাস (৩৫) নামের এক ব্যক্তিকে ওই অটোরিকশাটি চালাতে দেন। বিলাস বগুড়ার গাবতলী উপজেলার মাজবাড়ী গ্রামের মৃত বাচ্চু প্রামাণিকের ছেলে। এক পর্যায়ে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে বিলাস মোবাইল ফোনে জুয়েল হাসানকে জানান, তার অটোরিকশাটি চুরি হয়েছে।

আরও পড়ুন

এ ঘটনায় বিলাসসহ অজ্ঞাতনা ব্যক্তিদের বিরুদ্ধে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) গাবতলী মডেল থানায় অভিযোগ করেন জুয়েল হাসান। এ বিষয়ে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুক্তারুল আলম জানান, অটোরিকশাটি উদ্ধারে পুলিশের একটি টিম ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছোঁড়া  অনুশীলনের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ফিরছেন দীপিকা