ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

বগুড়ায় আলোচিত শাকিল হত্যা মামলার আসামি নিতুর জামিন নামঞ্জুর

বগুড়ায় আলোচিত শাকিল হত্যা মামলার আসামি নিতুর জামিন নামঞ্জুর। প্রতীকী ছবি

কোর্ট রিপোর্টার : বগুড়া শহরে দিনেদুপুরে অটোরিকশা চালক শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে মারপিট করে হত্যা মামলার হাজতি আসামি নিতু সরকারের জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন। আসমি নিতু বগুড়া শহরের ফুলবাড়ি কারিগরপাড়ার মৃত সেকেন্দার আলীর ছেলে এবং সে শহরের শিববাটি শাহী মসজিদ এলাকায় বসবাস করে আসছিল।

উল্লেখ্য, শিববাটি শাহী মসজিদ এলাকায় জনৈক রানার বাড়িতে ভাড়া থেকে শাকিল শহরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শাকিলের স্কুলপড়ুয়া নাবালিকা মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় এজাহারনামীয় আসামি জিতু সরকার (৪৩)। এই প্রস্তাবে শাকিল ও তার স্ত্রী মালেকা খাতুন রাজি না হলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। জিতুসহ নিতু সরকার গত ১৪ জুন দুপুর ১২টার দিকে শাহী মসজিদ রোডে ইন্দিরারপাড় পুকুরের কাছে শাকিলকে মারপিট করে।

পরে দিন বেলা ২টার দিকে আসামিরা ৫/৬টি মোটরসাইকেলযোগে শাকিলকে তুলে নিয়ে ফুলবাড়ি মৃধাপাড়ায় করতোয়া নদীর পাড়ে মারপিট করে গুরুতর আহত করে। আহত শাকিলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে নিহত শকিলের স্ত্রী মালেক খাতুন বাদি হয়ে ওই আসামিসহ ১৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ ও অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. আইনুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছোঁড়া  অনুশীলনের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ফিরছেন দীপিকা