নাটোরের সিংড়ায় খামারে হামলা ৮শ’ হাঁস লুট

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের তুলাপাড়া বাঁশবাড়িয়া গ্রামে আজমল হকের হাঁসের খামারে পরিকল্পিত হামলা চালিয়ে দুর্বৃত্তরা ৮শ’ হাঁস লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ঘটনার সময় খামারের মালিক আজমল হকসহ গ্রামবাসী স্থানীয় একটি নামাজে জানাজায় অংশগ্রহণে ব্যস্ত ছিলেন। এই সুযোগে ৭-৮ জন খামারে প্রবেশ করে দুজই কৃষাণকে মারধর করে আটকে রাখে এবং খামার থেকে প্রায় ৮শ’ হাঁস নিয়ে যায়।
খামারের কৃষাণ বাবু বলেন, আমি খামারেই ছিলাম হঠাৎ কয়েকজন লোক গেট দিয়ে হাঁস বের করছেছিল। আমি বাধা দেওয়ায় পানির ভেতরে আমাকে হত্যার উদ্দেশ্যে ডুবিয়ে রাখে। আরেক কৃষাণ শফি বলেন, খামারের ভেতরে গিয়ে দেখি মারধরের চিহ্ন স্পষ্ট। আমি নিজের চোখে হাঁস তাড়াতে দেখেছি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তি পুলিশের সামনেই হাঁস নেওয়ার কথা স্বীকার করে। তবে সে জানায়, হাঁস ফেরত দেবে না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ এবং ভুক্তভোগী স্থান ত্যাগ করে। পরে খামারের মালিক আজমল হক আইনের আশ্রয় নেন। তবে অভিযুক্তদের প্রকাশ্য স্বীকারোক্তি সত্ত্বেও এখন পর্যন্ত লুট হওয়া হাঁসগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুনআজমল হক জানান, প্রতিদিন এই ৮শ’ হাঁস প্রায় ৫০০ ডিম দেয়। হাঁসগুলো উদ্ধার না হওয়ায় তিনি চরমভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ওই খামারি।
এরপর সাধারণত মামলা নেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্ত করে এবং যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, পরবর্তীতে মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন