ভিডিও শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ট্রাম্প, পুতিন আর জেলেনস্কির বসার অপেক্ষা 

ট্রাম্প, পুতিন আর জেলেনস্কির বসার অপেক্ষা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর সবাইকে আরেকটি বৈঠকের অপেক্ষায় রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সেই আরেকটি বৈঠকে তিনি বসতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর জেলেনস্কিকে সঙ্গে নিয়ে। তবে সেই বৈঠক কবে হবে, কোথায় হবে, তা এখনও ঠিক হয়নি।

তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস আভাস দিয়েছেন, সপ্তাহ দুয়েকের মধ্যেই ত্রিপক্ষীয় বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে।  রাশিয়া ও ইউক্রেইনের মধ্যকার যুদ্ধের অবসান ঘটাতে গত শুক্রবার আলাস্কায় পুতিনকে নিয়ে বৈঠকে বসেন ট্রাম্প। সাড়ে তিন ঘণ্টা ধরে বৈঠক চললেও সাড়ে তিন বছরের যুদ্ধ নিয়ে সেদিন কোনো ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি দুই নেতা।

ওই বৈঠকের পরই জেলেনস্কিকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান ট্রাম্প। তার সেই আমন্ত্রণেই সোমবার ওয়াশিংটনে পা পড়ে জেলেনস্কির। সঙ্গে ছিলেন ইউরোপের বেশ কয়েকজন নেতাও।

এদিন স্থানীয় সময় দুপুর ১টা থেকে সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা পর্যন্ত ওভাল অফিস ও হোয়াইট হাউজে বৈঠক চলে ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের মধ্যে।  এসব বৈঠকে ইউক্রেইনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিই বার বার সামনে আনেন ইউরোপের নেতারা।

বৈঠক যখন শেষের পথে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে পুতিন ও জেলেনস্কির সম্ভাব্য বৈঠকের কথা জানান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠক আয়োজনের কাজ তিনি শুরু করে দিয়েছেন। ট্রাম্প জানান, এদিন জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার মাঝপথে তিনি পুতিনকে ফোন করে এ বিষয়ে কথা বলেছেন।

ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন শুরু হলেও এরই মধ্যে জেলেনস্কিকে দুটি বিষয় মাথা থেকে বাদ দিতে বলেছেন ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউজে বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে তিনি বলেন, ক্রাইমিয়া উপদ্বীপ ইউক্রেইন আর ফিরে পাবে না। নেটোর সদস্য হওয়ার চিন্তাও বাদ দিতে হবে জেলেনস্কিকে।

আরও পড়ুন

এতকিছুর পরও অবশ্য সোমবারের বৈঠককে ‘গঠনমূলক’ বলেন জেলেনস্কি। পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের ব্যাপারে প্রস্তুত থাকার কথাও বলেন তিনি।

বৈঠক শেষে হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, পুতিনের সঙ্গে ‘যত দ্রুত সম্ভব’ বৈঠকের বসার ব্যাপারে যুক্তরাষ্ট্রের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমাদের যুদ্ধবিরতির প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন সত্যিকারের শান্তি।”

জেলেনস্কি বলেন, “পুতিনের সঙ্গে যেকোনো ‘ফরম্যাটে’ আলোচনার জন্য ইউক্রেইন প্রস্তুত আছে।”

রাশিয়া ও ইউক্রেইনের পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসা উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

এদিন ইউক্রেইনের প্রতি সমর্থন জানাতে হোয়াইট হাউজে হাজির ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন ও নেটো মহাসচিব মার্ক রুটে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, নিরাপত্তার নিশ্চয়তা এলে এবং রাশিয়া, ইউক্রেইন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক হলে সেটা হবে ‘ঐতিহাসিক অগ্রগতি’।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে চাই - সাবেক এমপি মোশারফ হোসেন

বগুড়ার সোনাতলায় বৃষ্টিতে ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে

জয়পুরহাটের বাগজানা সীমান্ত দিয়ে বিজিবির সহায়তায় ভারতে ফিরে গেল খাদিজা

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪৫ টি মন্ডপে মৃৎ শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত

কোরআনের আইন চালু করতে সোনাতলা সারিয়াকান্দির মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে : অধ্যক্ষ শাহাবুদ্দীন