ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জে যমুনার পানি কমছে

সিরাজগঞ্জে যমুনার পানি কমছে। ছবি : দৈনিক করতোয়া

সিরাজগঞ্জ প্রতিনিধি : টানা ১৫ দিন বাড়ার পর যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে কমতে শুরু করেছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪৮ মিটার। গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)।

অপরদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯৯ মিটার। ২৪ ঘন্টা ৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৮১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে(বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। তবে ইতোমধ্যে যমুনা নদীর অভ্যন্তরীণ চরাঞ্চলের ফসলি জমি ও কিছু নিম্নভূমি তলিয়ে গেছে।

আরও পড়ুন

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজানে থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতে টানা ১৫ দিন ধরে পানি বাড়তে থাকলেও বিপৎসীমা অতিক্রম করেনি। আজ সোমবার (১৮ আগস্ট) থেকে পানি কমতে শুরু করেছে। তাই এ দফায় বন্যার কোন সম্ভাবনা নেই বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় হাট-বাজারে প্রচুর আমন ধানের চারার আমদানি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় ১৯ শিক্ষার্থীকে বৃত্তি দিলেন পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে কৃষক হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার

জবি রেঞ্জার ইউনিটের দীক্ষা দান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত