ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

নীলফামারীর ডোমারে মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নীলফামারীর ডোমারে মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা। প্রতীকী ছবি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে ডোমার পৌরসভার দত্ত সুইটস ও ডোমার হাইওয়ে রেলগেইট সংলগ্ন গ্র্যান্ড থ্রি স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণের অভিযোগে দত্ত সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ফ্রিজে বাসি খাবার রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে গ্র্যান্ড থ্রি স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী বলেন, অভিযোগের ভিত্তিতে দত্ত সুইটসে অভিযান চালানো হয়। এখানে মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে কয়েকজন অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়াও প্রতিষ্ঠানটিতে বেশকিছু অসঙ্গতি পাওয়া যায়।

আরও পড়ুন

ভুল স্বীকার করায় সতর্কতামূলকভাবে তাদের জরিমানা করা হয়েছে। একইভাবে থ্রি স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ভুল করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামসুল আলম, নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শিহাব উদ্দীন, কৃষি বিপণন অধিদপ্তরের উপজেলা ম্যানেজার এ.টি.এম এরশাদ আলম, স্যানিটারি ইন্সপেক্টর মো. আল আমিন এবং ডোমার থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

‘আন্তর্জাতিক’ বাদ দিয়ে নতুন নাম হবে ঢাকা বাণিজ্য মেলা

ক্রিকেটারদের পাওয়ার হিটিং স্কিল বাড়াচ্ছেন জুলিয়ান

পাবনার সাঁথিয়া উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম গ্রেফতার

নারায়ণগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

এনবিআরের আরও ৫ কর্মকর্তা বরখাস্ত