পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নিজ বাড়ির পাশে পুকুরে ডুবে শিশু দুইটি মারা যায়। ঘটনাটি উপজেলার মির্জাপুর ইউনিয়েনের সর্দারপাড়া গ্রামে ঘটেছে।
জানা যায়, ওই গ্রামের জনৈক চয়নুল হকের মেয়ে বৃষ্টি আকতার (১২) ও শাহিনুরের মেয়ে সাদিয়া (১০) বাড়ির পাশে খেলছিল। পরিবারের লোকজন কিছুক্ষণ পর তাদেরকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করে।
আরও পড়ুনএক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হুমায়ুন কবীর ঘটনার নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1765210270.jpg)
_medium_1765208275.jpg)
_medium_1765207820.jpg)
_medium_1765207838.jpg)
_medium_1765207107.jpg)


