মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : গত ২১ জুলাই উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে ২৪ দিন মৃত্যুর সাথে লড়াই করে মারা গেলেন সিনিয়র শিক্ষিকা মাহফুজা খাতুন (৪৬)। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার ন্যাশনাল ইনিস্টিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পরিবার।
মাহফুজার মৃত্যু সংবাদ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। মাহফুজার বড় বোন মাকসুদা বেগম বলেন, মাইলস্টোনে নিহত শিক্ষক মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমের সাথে একই কক্ষে শিশুদের রক্ষা করতে গিয়ে ৩৫-৪০ শতাংশ দগ্ধ হন মাহফুজা। প্রথমে তাকে সিএমএইচ ও পরে বার্ন ইনিস্টিটিউটে নেওয়া হয়। তাকে ঢাকায় দাফনের সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুনমাহফুজার ছোট বোন ইতি খাতুন বলেন, শিশুদের জীবন বাঁচাতেই অন্য দুই শিক্ষকের মত দগ্ধ হয় মাহফুজা। তিনি ঢাকা জজকোর্টে আইনজীবী হিসেবেও তালিকাভুক্ত ছিলেন। সুযোগ পেলেই আদালতেও কাজ করতেন তিনি।
মন্তব্য করুন