জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে অঙ্কন করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশপ্রেমময় স্লোগান— “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ; সবার আগে বাংলাদেশ।”
১৪ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে জবি'র বিভিন্ন দেয়ালে এই গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রবিউল আউয়াল।
গ্রাফিতি অঙ্কন শেষে ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রবিউল আউয়াল বলেন, “এই স্লোগান কেবল একটি রাজনৈতিক বার্তা নয়, এটি আমাদের হৃদয়ের বিশ্বাস। আমরা চাই তরুণ প্রজন্ম দেশপ্রেম ও স্বাধীনতার চেতনাকে ধারণ করুক। সবার আগে বাংলাদেশ—এটাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”
আরও পড়ুনগ্রাফিতি অঙ্কন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রিয়াজুল আরেফিন, শাহিনুল ইসলাম টিটু ও আবদুল জলিল। এছাড়াও আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুল্লাহ সৌরভ, মনিরুজ্জামান মনির, নয়ন কুমার দে সহ অন্যান্য নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত অন্যন্য নেতৃবৃন্দরা বলেন, "তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং জাতীয়তাবাদী চেতনাকে শক্তিশালী করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে"।
মন্তব্য করুন