বগুড়ার শিবগঞ্জে হত্যা মামলায় সাবেক এমপি জিন্নার ছেলে সঞ্চয়সহ গ্রেফতার ২

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নার বড় ছেলে ও বগুড়া জেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরীফ সঞ্চয়কে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে তাকে ঢাকার ভাটরা থানা এলাকায় ছাত্র জনতা আটক করে ঢাকা মেট্রো-পলিটন (ভাটরা) থানায় সোর্পদ করে।
অপর দিকে একই রাত ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে থানা পুলিশ রায়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শাহজাহান আলীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে। তার নিজ বাড়ি টেপাগাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, সাবেক সংসদ সদস্যের ছেলে হুসাইন শরীফ সঞ্চয় হত্যাসহ একাধিক মামলার আসামি। ভাটরা থানায় আটক থাকায় তাকে আজ বৃহস্পতিবার শিবগঞ্জ থানার মামলার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, আওয়ামী লীগ নেতা কাজী শাহজাহান আলীর বিরুদ্ধে একাধিক নাশকতা মামলার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনএদিকে, হুসাইন শরিফ সঞ্চয়কে (৩২) পুলিশ আজ বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতে সোপর্দ করে।
ওই আদালতের বিচারক মেহেদী হাসান তাকে হাজতি পরোয়ানামূলে কারাগারে প্রেরণের আদেশ দেন।
মন্তব্য করুন