ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

বগুড়ার গাবতলীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ এনজিও কর্মী গ্রেফতার

বগুড়ার গাবতলীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ এনজিও কর্মী গ্রেফতার, প্রতীকী ছবি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে সুজন মিয়া (২৭) নামে এক এনজিও কর্মী বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করেছে। এঘটনায় থানায় ধর্ষণ মামলা হলে থানা পুলিশ বুধবার সন্ধ্যায় গ্রেফতার করে আজ বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করেছে।

মামলায় উল্লেখ রয়েছে, বগুড়া সদর থানার ক্ষিদ্রধামা পশ্চিমপাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী তার পরিবারের প্রয়োজনে এনজিও থেকে টাকা লোন নেয়। সেই সুবাদে এনজিও কর্মী কিস্তির টাকা নেওয়ার জন্য তার শশুর বাড়িতে যেতো। এরপর ২০২৪ সালের ২জুন থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারপর থেকে এনজিও কর্মী সুজন মিয়ার সাথে ওই গৃহবধূর গভীররাতে মোবাইল ফোনে কথা বলা শুরু হয়। স্বামী প্রবাসে থাকার কারনে ওই গৃহবধুর সাথে প্রায় রাতেই কথা বলতো সুজন। এছাড়াও তার স্বামী প্রবাস থেকে প্রতিমাসে টাকা পাঠালে সুজন ওই নারীর কাছে থেকে কৌশলে ৫-৬ হাজার টাকা নিতো। তারা বিভিন্ন জায়গায় বেড়ানোর কথা বলে ঘোরাফেরাও করেছে। ওই গৃহবধূকে বিয়ের প্রলোভন দিয়ে সুজন একাধিকবার ধর্ষণ করেছে। গত ৮ আগস্ট  শুক্রবার দুপুর ১২টা থেকে ২টার মধ্যে গাবতলী থানাধীন ভাঙ্গনপাড়া প্রশিকার মোড় সুজনের ভাড়া বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক মুখ চেপে ধরে গৃহবধূর ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করেছে বলে মামলায় উল্লেখ রয়েছে। এঘটনায় প্রবাসীর স্ত্রী বাদি হয়ে আজ ১৪ আগস্ট থানায় একটি ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। সুজন মিয়া নাটোর জেলার সিংড়া থানার আয়েশ গ্রামের মোতালেব হোসেনের ছেলে।     

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ডিবি পুলিশের উপর মাদক কারবারীদের হামলা 

‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী 

নরওয়ের মন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার চেয়েছেন ট্রাম্প

আল বটর বাহিনী ধর্মকে বিক্রি করছে: আমিনুল হক

বগুড়ার কাহালুতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আহত

রংপুরে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী