ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

শৈলকুপায় ব্যবসায়ীর পায়ের রগ কেটে দিল প্রতিপক্ষ

শৈলকুপায় ব্যবসায়ীর পায়ের রগ কেটে দিল প্রতিপক্ষ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নতুনভুক্ত মালিথীয়া গ্রামে আব্দুল জলিল মোল্লা (৭০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা।

গতকাল বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে গ্রামের লাঙ্গলবাঁধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আব্দুল জলিল মোল্লা ওই গ্রামের মৃত জহর মোল্লার ছেলে এবং লাঙ্গলবাঁধ বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

আহতের স্বজনরা জানান, গত কয়েক মাস ধরে লাঙ্গলবাঁধ এলাকার কয়েকজন বিএনপির নেতাকর্মী জলিল মোল্লার কাছে চাঁদা দাবি করছিলেন। তিনি চাঁদা না দেওয়ায় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন তারা। বুধবার রাত ৮টার দিকে জলিল মোল্লা লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে লাঙ্গলবাঁধ বাজার এলাকার সাকোর কাছে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একই গ্রামের বিএনপি নেতা হারুন, ফারুক, তুজাম, চাকদাহ গ্রামের এরশাদ, উলুবাড়িয়া গ্রামের পাভেল মণ্ডল, শাহীন চুন্নুসহ ১২-১৫ জন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা জলিল মোল্লাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। 

আরও পড়ুন

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। পায়ের রগ কেটে যাওয়ায় গুরুতর অবস্থায় আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আব্দুল জলিল মোল্লার ওপর হামলার বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ২০ জেলায় বন্যার শঙ্কা

জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র চলছে: মাহমুদুর রহমান

চঞ্চল চৌধুরী আমার ছোট না হলে পায়ে হাত দিয়ে সালাম করতাম : প্রসেনজিৎ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়লো

স্ত্রীকে বাঁচাতে অটোরিকশা থেকে লাফ দিয়ে প্রাণ হারালো স্বামী

রাষ্ট্রদ্রোহের অভিযোগে হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট