ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

স্ত্রীসহ বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম

স্পোর্টস ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৫৬ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় বাফুফের সহ-সভাপতি ও কে স্পোর্টসের মালিক ফাহাদ করিমসহ তার স্ত্রী মিসেস নোরা লাহলালির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত। 

মঙ্গলবার (১২ আগস্ট) শুনানি শেষে ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। ফাহাদের স্ত্রী বিদেশি নাগরিক নোরা লাহলালি। 

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদেশের কপি পাঠানো হয়েছে ইমিগ্রেশন পুলিশের বিশেষ শাখায়।

আদালত সূত্রে জানা গেছে, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিম দেশে-বিদেশে বিলাসী জীবন যাপন করলেও ব্যাংকের টাকা পরিশোধ করছেন না। এ কারণে গত জানুয়ারিতে ওই খেলাপি ঋণ আদায়ে মামলা করে ইউসিবি। কোনো জামানত ছাড়াই ২০১৮ সালে ব্যক্তিগত গ্যারান্টি ও ট্রাস্ট রিসিটের বিপরীতে এই ঋণ দেওয়া হয়। তার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘কে স্পোর্টস অ্যান্ড করিম অ্যাসোসিয়েটস’। 

আরও পড়ুন

ঋণ নেওয়ার পর দু’দফা পুনঃতপশিল করা হয়। ঋণ পরিশোধের সুবিধার্থে তাকে সুদ মওকুফ সুবিধাও দেওয়া হয়। এরপরও তিনি ঋণ পরিশোধ না করে বারবার সময় বাড়িয়ে আসছেন। 

তাই বাদীপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

সাবেক তিন গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

অভাব অসুস্থতা আর ঋণে জর্জরিত হয়ে মা-মেয়ের আত্মহত্যা

রংপুরের কাউনিয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৫৮

নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে পড়ে একজন নিহত