ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

বেদম মার খেয়ে রশিদের অস্বস্তিকর রেকর্ড

বেদম মার খেয়ে রশিদের অস্বস্তিকর রেকর্ড

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগর (আইপিএল) শেষ মৌসুমে ৩৩টি ছক্কা হজম করেন রশিদ খান। টুর্নামেন্টের ইতিহাসে এক মৌসুমে এত ছক্কা খাননি আর কোনো বোলার। এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ঘরানার টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এর ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়লেন এ আফগান স্পিনার। 

 
 

বার্মিংহ্যামে মঙ্গলবার বার্মিংহ্যাম ফোনিক্সের বিপক্ষে ২০ বলে ৫৯ রান খরচ করেন রশিদ খান। এটি টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। এতদিন এ অস্বস্তিকর রেকর্ডটি দখলে ছিল ৪ ওভারে ৫৩ রান দেয়া নামিবিয়ার ডেভিড ভিসার। ম্যাচে একইসঙ্গে ওভাল ইনভিন্সিবলের হয়ে কোনো উইকেটের দেখাও পাননি রশিদ। তাই টি-টোয়েন্টি সংস্করণে এটিই এ স্পিনারের ক্যারিয়ারের সর্বোচ্চ রান খরচের রেকর্ড। সীমিত ওভারের ক্রিকেটে এর আগে ৪ ওভারে সর্বোচ্চ ৫৫ রান দেন রশিদ। ২০১৮তে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সে ম্যাচটি ছিল তার সবচেয়ে বাজে দিন। রশিদের এমন হতাশাজনক পারফর্মেন্সের দিন হার দেখে তার দলও। আগে ব্যাট করে বার্মিংহ্যামকে ১৮১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ওভাল। রান তাড়ায় শেষ ২৫ বলে জয়ের জন্য বার্মিংহ্যামের প্রয়োজন পড়ে ৬১ রান। তখন রশিদের একটি ওভারে ৩ ছক্কা ও ২ চারে ২৬ রান তোলেন লিয়াম লিভিংস্টোন। তাতেই জয়ের সমীকরণ একেবারেই সহজ হয়ে যায় বার্মিংহ্যামের জন্য। শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ম্যাচের স্বাগতিক দল। রশিদের ২০ বলের মধ্যে ১০টিই বাউন্ডারিতে পাঠান প্রতিপক্ষ ব্যাটাররা। ৪টি ছক্কার সঙ্গে ৬টি চার হজম করেন ২৬ বছর বয়সী রশিদ। ২৭ বলে অপরাজিত ৬৯ রান করে ম্যাচসেরা লিভিংস্টোনই।

 

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে রশিদের বিপক্ষে সবচেয়ে বেশি রানের মালিক এ ইংলিশ ব্যাটারই। এখন পর্যন্ত তার ১০২ বল খেলে ২০০ রান করেন এ ডানহাতি ব্যাটার। রশিদের বিপক্ষে লিভিংস্টোনের স্ট্রাইক রেটও সর্বোচ্চ, ১৯৬। ম্যাচের পর স্কাই স্পোর্টসে রশিদকে বেদম মারের প্রসঙ্গে লিভিংস্টোন বলেন, ‘এর আগেও আমি ওর বিরুদ্ধে খেলেছি, তাই আত্মবিশ্বাস ছিল। র্যা শের (রশিদ) বিরুদ্ধে স্লগে আমার ভালো রেকর্ড আছে। কিছু বল আমি সোজা ব্যাটে খেলতে চাইছিলাম, তবে আমার কাছে স্লগ করে খেলাটাই নিরাপদ মনে হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে পরিবহন প্রতারণা মামলায় প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

কানাডায় নয়া মানুষ

সাংবাদিক তুহিন হত্যাকান্ড গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত - কালাম আজাদ

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে র‍্যাঙ্কিংয়ে অভাবনীয় উন্নতি ব্রেভিসের

রায়পুরায় আওয়ামী ‌সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা ওমালামাল লুট

অন্য পত্রিকা পড়ি আর না পড়ি আমি নিয়মিত দৈনিক করতোয়া পড়ি : নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন