ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

‘মেন্টালি-ফিজিক্যালি সব দিক থেকে বিশ্বকাপ নিয়ে চিন্তা করছি’

‘মেন্টালি-ফিজিক্যালি সব দিক থেকে বিশ্বকাপ নিয়ে চিন্তা করছি’, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শুরুতে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতেছিল যুবা টাইগাররা। এরপর ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয় আজিজুল হাকিম তামিমের দল। সিরিজের ফাইনালে অসাধারণ পারফর্ম করেন অলরাউন্ডার রিজান হোসেন। ব্যাট হাতে করেন ৯৫ রানের পাশাপাশি বল হাতে নেন ৩৪ রানে পাঁচ উইকেট। দেশে ফিরে রিজানের প্রশংসা করে অধিনায়ক তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় যে বিপদের সময় আমরা যখন স্ট্রাগল করছিলাম, সেই সময় রাতুল দুটি ম্যাচ জিতিয়েছে। এটা অনেক ভালো কিছু। শেষ ম্যাচে রিজান যে পারফর্ম করেছে...(সেটা দারুণ)। যখন টিম স্ট্রাগল করে তখন কেউ এসে যদি ভালো একটা পারফরম্যান্স করে টিমকে জেতায়, সেটা অসাধারণ।’ আফ্রিকা সফরের এই প্রাপ্ত জয় বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে দাবি তামিমের, ‘আমাদের উন্নতি হয়েছে গত কয়েকদিনে। আমরা মিডল অর্ডারের ব্যাটাররা ভালো করছে। আব্দুল্লাহ, রিজানরা দারুণ পারফর্ম করছে। আলহামদুলিল্লাহ, ওভারঅল সবার কম্বিনেশনে একটা ভালো পারফরম্যান্স হইছে।’ 

আরও পড়ুন

‘দেখেন সবকিছুই ওপরে আল্লাহর হাতে। আমরা ঐভাবেই চেষ্টা করছি, ঐভাবে প্রিপারেশন, আমাদের সবকিছু ঐভাবে। এক বছর ধরে আমরা হার্ড ওয়ার্ক করছি। মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকে আমরা ওয়ার্ল্ড কাপটা নিয়ে চিন্তা করছি।’ প্রসঙ্গত, ২০২৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উদযাপন

১৩বারের মতো বিশ্ব রেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস

শ্বশুরবাড়ি থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান

নারায়ণগঞ্জে ১৭ টন অবৈধ পলিথিন জব্দ, জরিমানা ৪ লাখ

প্রথমবার যুক্তরাষ্ট্রে স্টেজ শোতে পারফর্ম করতে যাচ্ছেন আতিয়া আনিসা