নানা আয়োজনে বগুড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

স্টাফ রিপোর্টার : ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি-বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে জুলাই গণঅভ্যুথানের বীর শহীদদের স্মরণে ৩৬টি বৃক্ষ রোপণ করা হয়।
দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কাবাডি (নারী ও পুরুষ) চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর পদ্মা জোনের ৮টি জেলার মধ্যে চ্যাম্পিয়ান হওয়ায় বগুড়া জেলার নারী ও পুরুষ দলকে সংবর্ধনা প্রদান করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের আওতায় ১২টি উপজেলায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ট্রেডে ৮৯ জন পুরুষ ও ৮৯ জন নারী মোট ১৭৮ জন প্রশিক্ষিত যুব/যুব নারীর মাঝে দুই কোটি চৌদ্দ লক্ষ ষাট হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়।
আরও পড়ুনএকটি যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদ প্রদান করা হয়। জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল আত্মকর্মীর মাঝে সম্মাননা স্মারক প্রদান প্রদান করা হয়। এছাড়াও ০৫-১২ আগস্ট দেশে ডেঙ্গু প্রাদুর্ভাবের প্রেক্ষিতে এডিস মশা নির্মূলে যুবদের অংশগ্রহণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। যুবদের ক্রীড়া প্রতিযোগিতা মাদক বিরোধী ও শান্তি শৃংখলা উন্নয়নে জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক মো: তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মো: জেদান আল মুসা, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার যুগ্ম পরিচালক ড. মো: আব্দুল মজিদ প্রামানিক, কৃষিবিদ মো: মেহেদী হাসান পাঠান।
মন্তব্য করুন