প্রত্যেক দলকে দলীয় প্রতীকে ভোট করতে হবে : ইসি

জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল অন্য কোনো দলের সঙ্গে জোট করলেও নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (১১ আগস্ট) কমিশন সভা শেষে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, এটা সংস্কার কমিশনেরও প্রস্তাব ছিল। আমরা এখানে উৎসাহিত-নিরুৎসাহিত করার কিছু করছি না। এটা রাজনৈতিক ফ্রিডম। যে কে এককভাবে, কে দলীয়ভাবে নির্বাচন করবে, নাকি জোটবদ্ধভাবে করবে। যে প্রভিশনটা এখানে সংস্কার কমিশনও প্রস্তাব করেছে, কমিশনও এক্সেপ্ট করেছে সেটা হচ্ছে, জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলসমূহ তার নিজের প্রতীকটা, যে রিজার্ভ প্রতীক আছে, সেটা দিয়ে নির্বাচন করবে। কোনো একটি প্রতীক দিয়ে নয়।
আরও পড়ুনএকজন প্রার্থী কত আসনে ভোটে দাঁড়াতে পারবেন— এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, এটা নিয়ে ডিল করছি না। আমরা মনে করি এটা ঐকমত্যের বিষয়। আজকে যা কিছু বললাম ঐক্যমত কমিশনে এর বাইরেও কিন্তু আরপিও রিলেটেড কিছু কিছু প্রভিশন আসতে পারে এবং সংশোধনীর প্রয়োজন হতে পারে। এটা মাথায় রাখতে হবে। আমরা আশা করছি আগামী সপ্তাহ আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠাতে পারব।
মন্তব্য করুন