ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন : রফিকুল ইসলাম

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন : রফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, পরিবেশের কথা বলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আহ্বান জানাই, অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমি মনে করি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই এলাকার মানুষের প্রাণের দাবি ছিল। আগের সরকারের সময় থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই সকল মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে এখানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জায়গা পূর্বেই নির্ধারিত ছিল। ফ্যাসিবাদী সরকারের আমলে যারা ক্ষমতায় ছিলেন, তারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করেননি।মাওলানা রফিকুল ইসলাম বলেন, এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও বলেছি- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত জায়গাতেই দ্রুত ক্যাম্পাস নির্মাণ করুন। সরকারের পক্ষ থেকেও আমাদের জানানো হয়েছিল যে তারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করবেন। দুই দিন আগে ভাইস চ্যান্সেলর সাহেব আমাকে জানিয়েছেন, পরিবেশ মন্ত্রণালয় চলনবিলের সঙ্গে সংশ্লিষ্ট করে একটি বাধা সৃষ্টি করেছে।

আরও পড়ুন

এ বিষয়ে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের এলাকার সঙ্গে চলনবিলের কোনো সম্পৃক্ততা নেই। শাহজাদপুর ও উল্লাপাড়া এই দুই উপজেলার সঙ্গেও চলনবিলের অফিসিয়ালি কোনো সম্পর্ক নেই।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই কুলি’র আয় ২৫০ কোটি

উপদেষ্টাদের সততার ওপর বিএনপির পূর্ণ আস্থা আছে: মির্জা ফখরুল

সিলেট কিডনি ফাউন্ডেশনে ৫,০০০ মানুষের ডায়ালাইসিসে ব্র্যাক ব্যাংক

প্রাইভেটকার চালককে গলা কেটে হত্যার রহস্য উদঘাটন

মাগুরার ভায়না পৌর কবরস্থান থেকে ৯২টি লাইট চুরি

পুলিশের পলাতক ৪০ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার