ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

র‌্যাবের অভিযানে রংপুরে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

র‌্যাবের অভিযানে রংপুরে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : র‌্যাব-১৩’র অভিযানে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানা এলাকা থেকে ৫২ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ ২ জন  মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুরের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর মাহিগঞ্জ থানার ৩০নং ওয়ার্ডস্থ সাতমাথায় মেসার্স এনএম এন্টার প্রাইজের সামনে চেকপোস্ট পরিচালনা করে।

এ সময় হলুদ সাদা মিশ্রিত রঙয়ের শ্যামলী এন আর ট্রাভেলসের কেবিন থেকে ৫২ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ বাসটি জব্দ করা হয়। একই সাথে ২ জন মাদক বকারবারিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো কুড়িগ্রামের হিঙ্গনরায় (বৈশ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো. মাসুম ওরফে মাসুদ (২৪) ও নাগেশ্বরীর দেবীপুর (পন্ডিতপাড়া) গ্রামের মুকুল সাহার ছেলে ড্রাইভার শুভ কুমার সাহা (৩৫)।

আরও পড়ুন

র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে শিক্ষকের বাড়িতে চুরি

দুঃসংবাদ দিলেন আফরান নিশো

সাউথ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ

বগুড়ায় গণশুনানিকালে দুদক চেয়ারম্যানকে জুতা নিক্ষেপ

ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির অ্যাঞ্জেল ফিশ