ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

লালমনিরহাট পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট

লালমনিরহাট পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৩১টি অনুমোদিত পদ থাকলেও বর্তমানে মাত্র ৬ জন চিকিৎসক দিয়ে চলছে পুরো উপজেলা স্বাস্থ্যসেবার কার্যক্রম। এতে চিকিৎসা থেকে বঞ্চিত উপজেলার হাজার হাজার মানুষ।

উপজেলার প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ হাসপাতালই একমাত্র ভরসাস্থল। প্রতিদিন গড়ে ২শ’ থেকে ৩শ’ রোগী বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসেন। এ অবস্থায় মাত্র ৩ জন চিকিৎসক দিয়ে এসব রোগী দেখা, জরুরি বিভাগ পরিচালনা এবং ভর্তি রোগীদের চিকিৎসা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. দেবব্রত রায় জানান, চিকিৎসক সংকটের বিষয়টি বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। অনুমোদিত ৩৩টি পদের মধ্যে অধিকাংশই শূন্য। বারবার চাহিদা পাঠানো হলেও এখনো কোনো আশ্বাস মেলেনি।

আরও পড়ুন

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জানান, এটা খুবই উদ্বেগজনক। এত বড় একটি উপজেলায় মাত্র ৩ জন চিকিৎসক দিয়ে হাসপাতাল চালানো যায় না। আমি ব্যক্তিগতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

নির্বাচনের জন্য সংগ্রহ করা হচ্ছে ৪০ হাজার বডি ক্যামেরা

পিসিবি ছেড়ে বিসিবিতে যোগ দিলেন পিচ বিশেষজ্ঞ টমি হেমিং

নিউ মার্কেট থেকে দেওয়া হতো অস্ত্র ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধারসহ আটক ৯

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা