ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় শুরু হয়েছে জাতীয় পার্টির ১০তম কাউন্সিল

ঢাকায় শুরু হয়েছে জাতীয় পার্টির ১০তম কাউন্সিল, ছবি: সংগৃহীত।

রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল শুরু হয়েছে। কাউন্সিলের শুরুতে দোয়া ও মোনাজাত এবং দলীয় সংগীত পরিবেশন করা হয়।শনিবার (৯ আগস্ট) ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিল- ২০২৫ চলছে।

কাউন্সিলে স্বাগত বক্তব্যে দেন দলের কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন।কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। কাউন্সিলের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।এছাড়া জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুর রহমান চুন্নু সঞ্চালনায় কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন— দলের কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন, মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ প্রমুখ।

আরও পড়ুন

এদিকে সকাল থেকেই সারা দেশের নেতাকর্মীরা কাউন্সিলে যোগ দিয়েছে। ঢাকার প্রতিটি থানা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীদের কাউন্সিলে যোগ দিতেও দেখা যায়। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিভিয়ার মাঠে হারল ব্রাজিল

সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো: শিবির সভাপতি

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন সেবাস্তিয়ান লেকর্নু

ডাকসুতে বিপুল ভোটে বিজয়ী হলেন সেই তন্বী

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় ২৪ জন নিহত

বিপুল ভোটে জয় পেলেন জুলাই আন্দোলনে চোখ হারানো জসিম