নিউজ ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৫, ০৩:১২ রাত
ঢাবির হলে রাজনীতি নিষিদ্ধ বহাল থাকবে : উপাচার্য

ঢাবির হলে রাজনীতি নিষিদ্ধ বহাল থাকবে : উপাচার্য
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ‘নো হল পলিটিক্স’-এর দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন।
পরবর্তী সময়ে রাত ১টার পর তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
রাত ২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বিক্ষোভস্থলে এসে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, গত বছরের ১৭ জুলাই হলে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বহাল থাকবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে সংগঠনটির নেতাদের সঙ্গেও তিনি আলোচনা করবেন বলে জানান।
মন্তব্য করুন