ভিডিও শনিবার, ০৯ আগস্ট ২০২৫

ফুটবলের বিস্ময়কর বালক সোহানের পরিবারের পাশে বিএনপি নেতা আমিনুল হক

ফুটবলের বিস্ময়কর বালক সোহানের পরিবারের পাশে বিএনপি নেতা আমিনুল হক

ফুটবলের ক্ষুদে বিস্ময়কর প্রতিভাবান সোহানের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি এই সহায়তা প্রদান করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়ে পাঁচ বছরের সোহানের ফুটবল দক্ষতার ভিডিও ছড়িয়ে পড়লে তা নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ভিডিওটি দেখে তিনি আবেগাপ্লুত হন এবং দলীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হককে শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর জেলার মতলব উত্তর  উপজেলার জহিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাড়ে পাঁচআনী গ্রামের সোহানদের বাড়িতে উপস্থিত হন আমিনুল হক। এ সময় তিনি সোহানের বাবা মোহাম্মদ সোহেল প্রধানকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং সোহানের জন্য উপহার হিসেবে ফুটবল সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় আমিনুল হক বলেন, “তারেক রহমান সোহানের ভিডিও দেখে খুবই অনুপ্রাণিত হয়েছেন এবং তার পক্ষ থেকে সোহানের পরিবারকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। তিনি শুধু ফুটবলের দায়িত্বই নেননি, বরং সোহানের পড়াশোনা ও পরিবারের সম্মানজনক জীবনযাপনের জন্য নিয়মিত অর্থ সহায়তার ব্যবস্থাও করেছেন। প্রতি মাসের ৫ তারিখের মধ্যে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।”

আরও পড়ুন

তিনি আরও জানান, সোহানের বাবার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে সোহানকে বিকেএসপিতে খেলার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

আমিনুল হক বলেন, “আমরা বিশ্বাস করি দেশের আনাচে-কানাচে অনেক প্রতিভাবান শিশুরা রয়েছে, যাদের সঠিক পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আমাদের দল বিশ্বাস করে ক্রীড়াক্ষেত্রে দলীয়করণ নয়, প্রতিভার ভিত্তিতে এগিয়ে নেওয়া দরকার। বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এবং প্রতিটি জেলা-উপজেলায় বিকেএসপি প্রতিষ্ঠার মাধ্যমে একটি ক্রীড়াময় বাংলাদেশ গড়ে তোলা হবে।”

এই সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি ডা. সরকার মো. শামীম, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, ইব্রাহিম খলিল ও সাবেক ফুটবলার মেজবাহ উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির হলে রাজনীতি নিষিদ্ধ বহাল থাকবে : উপাচার্য

তালা ভেঙে বের হয়ে ঢাবির রোকেয়া হল ছাত্রীদের বিক্ষোভ

মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৪ জন গ্রেফতার

পাবনার সুজানগরে পাটের বাম্পার ফলন

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজলী জাতের মরিচ চাষে সাড়া ফেলেছেন মোস্তফা