ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

কন্যা সন্তানের বাবা-মা হলেন ইউসুফ- লাসমী

ইউসুফ- লাসমী

অভি মঈনুদ্দীন ঃ ওস্তাদ ইয়াকুব আলী খানের সুযোগ্য উত্তরসূরী এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান প্রথমবারের মতো বাবা হলেন। গত ৫ আগস্ট সন্ধ্যা ৭.৫৭ মিনিটে রাজধানীর পান্থপথের একটি বেসরকারী হাসপাতালে ডা. কাজী ফয়েজা আক্তারের তত্ত্বাবধানে ইউসুফের স্ত্রী লাসমী’র কোলজুড়ে নরমাল ডেলিভারীর মাধ্যমে তাদের কন্যা পৃথিবীর আলোর মুখ দেখে।

ইয়াকুব আলী’র তিন সস্তানের মধ্যে ছেলে ইউসুফ ও মেয়ে নাজিফা খানই বিবাহিত। ছোট ছেলে ইমতিয়াজ এখনো পড়াশুনাতেই ব্যস্ত। ইউসুফ ও লাসমীর ঘরে কন্যা সন্তান হওয়ায় দুই পরিবারের মাঝেই বইছে আনন্দের বন্যা। ইউসুফের স্ত্রী লাসমী ও তাদের কন্যা সুস্থ আছে বলেই জানালেন ইউসুফ।

আজ কন্যাকে নিয়ে হাসপাতাল থেকে রাজধানীর মিরপুরের ষাট ফিটের বাসায় ফিরবেন ইউসুফ-লাসমী। এদিকে গত ১ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত ইউসুফ সিলেট ক্যাডেট কলেজে ছিলেন। সেখানে থাকাবস্থাতেই তার স্ত্রী লাসমীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সবাই তখন লাসমী’র সঙ্গে হাসপাতালে ছিলেন। ৫ আগস্ট দুপুর ১২টায় ইউসুফ সিলেট থেকে সরাসরি হাসপাতালে পৌঁছান। আর এর পরই সন্ধ্যায় লাসমী কন্যা সন্তানের জন্ম দেন। ইউসুফের বাবা মা ও লাসমীর বাবা মা সবাই মিলে একটি সুন্দর নাম রাখবেন শিগগিরই।

ইউসুফের ছোট ভাই ইমতিয়াজ বলছিলেন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যেন ভাইয়া ঢাকায় পৌঁছানোর পর যেন বাবু পৃথিবীতে আসে। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ। প্রথমবার বাবা হওয়ায় ভীষণ খুশী ইউসুফ-লাসমী দম্পতি। বিশেষত কন্যা সন্তান হওয়ায় যেন আরো বেশি খুশী।

আরও পড়ুন

ইউসুফ-লাসমী বলেন,‘ আলহামদুলিল্লাহ। ছেলে বা মেয়ে এই নিয়ে আমাদের বিশেষ কোনো চাওয়া ছিলো না। আমাদের চাওয়া ছিলো একটাই , যেন আল্লাহ সুস্থ সন্তান দেন। আল্লাহ আমাদের সেই চাওয়াই পরিপূর্ণ করেছেন এবং কন্যা সন্তান হওয়ায় আমরা সবাই ভীষণ খুশী। পুরো পরিবার এখন এই খুশীতেই আছে। আজীবন যেন আমাদের কন্যাকে ঘিরে এই খুশী বহমান থাকে এবং আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন আর আমরা যেন তাকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি এই দোয়া চাই সবার কাছে।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর দীর্ঘদিনের প্রেম-ভালোবাসার পর ইউসুফ-লাসমী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সাত বছরের প্রেমময় সুখের সংসারের প্রথম সন্তান এলো ৫ আগস্ট।

উল্লেখ্য, ইউসুফ আহমেদ খান এক বছরেরও বেশি সময় ধরে রাজধানীর কুর্মিটোলার বিএফ শাহীন কলেজের সঙ্গীত বিভাগের শিক্ষক হিসেবেও কর্মরত। পাশাপাশি বর্তমানে বিভিন্ন টিভি শো ও স্টেজ শো নিয়েও ব্যস্ত রয়েছেন চ্যানেল আই সেরাকন্ঠ’খ্যাত এই সঙ্গীতশিল্পী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণ উদ্ধার

রোজার আগে নির্বাচন ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে: রিজভী

৫ দিনের রিমান্ডে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া

আগামী ১৪ আগস্ট পাপিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়

রিমান্ড শেষে কারাগারে খায়রুল হক

রেকর্ড গড়ে মেসিদের লিগে সন হিউং মিন