ঠাকুরগাঁওয়ে মাদকসহ ছয় ক্যাসিনো ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও অনলাইন ক্যাসিনো খেলার সরঞ্জামসহ ছয়জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী ফিডার স্কুলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো-আব্দুল কাইয়ুম, মোস্তফা কামাল, মোমিনুল ইসলাম মোমিন, কামরুল ইসলাম, তাপস রায়, ধর্ম নারায়ণ।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল সরকার জানান, আটককৃতরা একটি পুকুরপাড়ে বসে মাদক সেবন ও অনলাইন ক্যাসিনো খেলছিল। এসময় তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ও ৮টি স্মার্টফোন জব্দ করা হয়।
আরও পড়ুনপরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ছয় মাসের কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
মন্তব্য করুন