ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

বন্ধ থাকবে ব্যাংক-অফিস-আদালত

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে ৫ আগস্ট সাধারণ ছুটি

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে ৫ আগস্ট সাধারণ ছুটি, ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী সরকার প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। দিনটিতে থাকছে সাধারণ ছুটি।গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন–সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। দিবসটি ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে। অন্যদিকে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ উদ্যাপন বা পালন না করার সিদ্ধান্ত হয়েছে বলে আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে ৫ আগস্ট (মঙ্গলবার) দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেনসহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

এছাড়াও জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (সোমবার) সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত ও ট্রাইব্যুনাল বন্ধ থাকবে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৯ জুলাই) পৃথক দুটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এর তিন দিন পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই মাসজুড়ে আন্দোলন হয়। ছাত্র-জনতার এ অভ্যুত্থানকে জুলাই গণ-অভ্যুত্থান বলা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে সরকারের উদ্যোগে মাসব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে ১ জুলাই। আগামী ৫ আগস্ট পর্যন্ত মাঝেমধ্যে বিরতি দিয়ে এসব অনুষ্ঠান হবে। এর নাম দেওয়া হয়েছে ‘জুলাই স্মৃতি উদ্যাপন অনুষ্ঠানমালা’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনার পাশাপাশি, সরকারের ভালো বিষয়গুলোও দেখুন : অর্থ উপদেষ্টা

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ সিলেটে

গাজায় একদিনে আরও ১১৯ ফিলিস্তিনিকে হত্যা

নাটোরে রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা

‘জুলাই সনদ নিয়ে বিএনপি সহযোগিতা করছে না, এমন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে’

এনসিপি’র বিকশিত হওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা প্রশ্নবিদ্ধ : টিআইবি