বগুড়ায়
জমিজমা নিয়ে বিরোধে বগুড়া নিউ মার্কেটের ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ১৭ ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আল আমিন (৩৩) নামে বগুড়া নিউ মার্কেটে এক প্রসাধনী ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামে। নিহত আল আমিন ওই গ্রামের আফসার আলীর ছেলে। এ ঘটনায় নিহত আল আমিনের চাচা বাদি হয়ে এজাহার নামীয় ১৩জনসহ মোট ১৭ ব্যক্তির বিরুদ্ধে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, জমিজমার বিরোধ নিয়ে মারপিটের ঘটনা ঘটলে আল আমিন বাদি হয়ে কয়েক ব্যক্তির বিরুদ্ধে ইতোপূর্বে মামলা দায়ের করেন। ওই মামলা তুলে নিতে আসামিরা আল আমিনকে চাপ দিতে থাকে এবং বলে মামলা তুলে নে, না হলে দুই লাখ টাকা দে।
অন্যথায় জীবন নাশের হুমকি দেয় আসামিরা। এক পর্যায়ে গত ২৮ জুলাই সকালে নিজ বাড়ি ভাদাইকান্দি থেকে আল আমিন ব্যবসার জন্য বগুড়া শহরের উদ্দেশ্যে রওয়ানা দেন। সকাল সাড়ে ১০টার দিকে ভাদাইকান্দি গ্রামের জনৈক জহুরুলের বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ের কাছে পৌঁছামাত্র আসামি নুরুল ইসলাম, আতিকুল ইসলাম, আল মাহমুদ, বাশির আহমেদ, নাজির হোসেনসহ তাদের সহযোগীরা আল আমিনের উপর হামলা করে।
আরও পড়ুনহামলাকারিরা লোহার রড়, চাকু, হাতুরি, লাঠিসোটা ইত্যাদি দিয়ে তাকে মারপিট করে। এতে তার দু’হাত ও দু’পায়ের হাড় ভেঙ্গে যাওয়াসহ মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আল আমিন মারা যান। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। আল আমিন নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন