ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর থানায় ভাসুরের আত্মসমর্পণ

ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর থানায় ভাসুরের আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় ছোট ভাইয়ের বউ নদী আক্তার (২৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন ভাসুর রবিউল হাসান আবির (৩৫)।

আজ রোববার (৩ আগস্ট) সকালে বন্দরের কুশিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রবিউল হাসান আবির ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সকালে ছোট ভাইয়ের বউ নদী আক্তারকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করে রবিউল। পরে হত্যাকারী রবিউল হাসান আবির থানায় এসে আত্মসমর্পণ করেন। তিনি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় ঘরের ভেতর কথা কাটাকাটির একপর্যায়ে রবিউল চাকু দিয়ে নদীকে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

দিনে কয়টি ডিম খাওয়া নিরাপদ?

নাঙ্গলকোটে ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

রামুতে টমটমচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ভৈরবে ১৬ ছিনতাইকারী গ্রেফতার