ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-মা দ্বগ্ধ, শিশুর মৃত্যু

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-মা দ্বগ্ধ, শিশুর মৃত্যু, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে রায়হান নামে চার মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (৩ আগস্ট) সকালে মিরের বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। দ্বগ্ধ অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহতরা হলেন-মৃত রায়হানের বাবা মোহাম্মদ রিপন (২৫) ও মা হাফিজা আক্তার (২০)। বিস্ফোরণের পর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন।

আরও পড়ুন

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে তিনজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির বাবার শরীরের ৮০ শতাংশ এবং মায়ের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান তিনি। দগ্ধ দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনে কয়টি ডিম খাওয়া নিরাপদ?

নাঙ্গলকোটে ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

রামুতে টমটমচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ভৈরবে ১৬ ছিনতাইকারী গ্রেফতার

স্বরূপে ফিরছেন যিশু সেনগুপ্ত