ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

শেষ বলের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা আনলো উইন্ডিজ

শেষ বলের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা আনলো উইন্ডিজ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: শেষ বলের নাটকীয়তায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে উইন্ডিজ। এই জয়ে সিরিজে সমতায় ফিরল ক্যারিবিয়ানরা।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি পাকিস্তানের। ২১ রানে তিন উইকেট হারিয়ে বসে দলটি। ব্যাট হাতে ব্যর্থ হন ফকর জামানও। এরপর নাওয়াজকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন সালমান। কিন্তু ২৩ বলে ৪০ রানের ইনিংস খেলে হোল্ডারের শিকার হন নাওয়াজ।

এরপর ৩৮ রান করা সালমানকে সাজঘরের পথ দেখান গুদাকেশ। শেষ দিকে কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে না পারলে ১৩৩ রান সংগ্রহ করে পাকিস্তান।

আরও পড়ুন

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় উইন্ডিজ। ২৬ রানে ২ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। ইনিংস লম্বা হয়নি হোপের। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও সচল থাকে রানের চাকা।

শেষ পর্যন্ত জয়ের জন্য উইন্ডিজের প্রয়োজন ১ বলে ৩ রান। শাহিনের করা ইনিংসের শেষ বলে চার মেরে উইন্ডিজের জয় নিশ্চিত করে হোল্ডার। উল্লেখ্য, সোমবার একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে পাকিস্তান-উইন্ডিজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র না পাওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণে রাজি নয় হামাস

আজ বিশ্ব বন্ধু দিবস

রুদ্ধশ্বাস জয়ে কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

বগুড়ায় ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

ছাত্রদল নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ