ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

খুলনায় ঘরে ঢুকে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

খুলনায় ঘরে ঢুকে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

খুলনার দিঘলিয়ায় ঘরে ঢুকে আলামিন সিকদার (২৩) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলামিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।  

পুলিশ জানায়, শনিবার ভোরে আসাদুল ইসলাম হঠাৎ আলামিনের ঘরের দরজায় কড়া নাড়েন। ঘুম থেকে উঠে দরজা খুলতেই আসাদুল ধারালো অস্ত্র দিয়ে আলামিনকে কুপিয়ে হত্যা করেন এবং পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামিনের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই আসাদুল পলাতক রয়েছেন।

আরও পড়ুন

দিঘলিয়া কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল বলেন, আলামিনের স্ত্রীর প্রথম স্বামী মো. আসাদুল ঝিনাইদাহ থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে সে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। তদন্ত চলছে। 

দিঘলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন জানান, প্রায় ১৫ বছর আগে আলামিনের স্ত্রী আসাদুল ইসলাম আপন নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। পরে তাদের বিচ্ছেদ হয়। দেড় মাস আগে সেই নারী আলামিন শিকদারকে বিয়ে করেন। আজ সকালে প্রথম স্বামী ওই নারীর স্বামীকে কুপিয়ে হত্যা করেন। ঘাতক আসাদুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বোচাগঞ্জে শত্রুতা মূলকভাবে গাছ কাটার অভিযোগ

প্লাস্টিক দূষণ ঠেকাতে বাধ্যতামূলক চুক্তির পথে ১৮০ দেশ

সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

এশিয়া কাপে অনিশ্চয়তায় বুমরাহ!

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

প্রথমবার ফোয়াদ নাসের বাবুর সুরে গেয়ে উচ্ছ্বসিত রাবেয়া সেতু