পদ্মার এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১২ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ২ কেজি ৪০০ গ্রাম ওজনের বড় একটি ইলিশ মাছ ১২ হাজার ৪৮০ টাকায় বিক্রি হয়েছে।
আজ শনিবার (২ আগস্ট) সকালে দৌলতদিয়া ইউনিয়নের চরকর্ণেশন কলাবাগান এলাকার পদ্মা নদী থেকে জেলে জাহাঙ্গীর হালদারের জালে বিশাল আকৃতির ইলিশ মাছটি ধরা পড়েছে।
স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলেন, এটি চলতি মৌসুমে এই অঞ্চলের বড় ইলিশ। সচারাচর ২ কেজির ওপরের সাইজের ইলিশ মাছ পদ্মায় এখন পাওয়া যায় না। মাছটি জেলে জাহাঙ্গীর হালদারের কাছ থেকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ৫ হাজার টাকা কেজি দরে ১২ হাজার টাকায় কিনে নেন।
আরও পড়ুনএ বিষয়ে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, আমি জেলে জাহাঙ্গীর হালদারের কাছ থেকে কেজি প্রতি ৫ হাজার টাকা দরে ১২ হাজার টাকা দিয়ে ক্রয় করি। পরে ৫ হাজার ২০০ টাকা কেজি দরে ১২ হাজার ৪৮০ টাকায় মুঠোফোনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলার এক ক্রেতার কাছে বিক্রি করেছি।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, বর্তমানে পদ্মায় সচারাচর ২ কেজির অধিক সাইজের ইলিশ মাছ খুব দেখা যায়। তবে আমাদের দৌলতদিয়াতে ইদানিং বড় বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। যা আমাদের জন্য খুশির খবর।
মন্তব্য করুন