ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

রাশিয়ার কাছাকাছি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

রাশিয়ার কাছাকাছি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতি ক্ষীপ্ত হয়ে রাশিয়ার কাছাকাছি দুটি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ‘অত্যন্ত উসকানিমূলক’ মন্তব্যের প্রতিক্রিয়ায় সাবমেরিনগুলো ‘উপযুক্ত অঞ্চলে’ মোতায়েন করার নির্দেশ দিয়েছেন তিনি।

বিবিসি’র খবরে বলা হয়, এই বেপরোয়া ও আগুন ঝরানো বক্তব্যগুলো কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। যদি এই বক্তব্য উসকানির চেয়ে বেশি কিছু হয়, তাহলে তা অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি এটি সেই উদাহরণগুলোর মধ্যে একটি হবে না। তবে মার্কিন সামরিক প্রোটোকল মেনে দুটি সাবমেরিন কোথায় মোতায়েন করা হচ্ছে তা তিনি নির্দিষ্ট করে বলেননি। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সর্বাধিক পারমাণবিক অস্ত্র রয়েছে এবং উভয় দেশেরই পারমাণবিক সাবমেরিনের বহর রয়েছে।

বিবিসি বলছে, ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ট্রাম্পের মস্কোকে দেয়া আল্টিমেটামের প্রতিক্রিয়ায় মেদভেদেভ সম্প্রতি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন। এরপরই শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প কড়া প্রতিক্রিয়া জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘একটি হুমকি দেয়া হয়েছিল এবং আমরা এটিকে উপযুক্ত মনে করিনি। আমাকে খুব সতর্ক থাকতে হবে। আমাদের জনগণের নিরাপত্তার ভিত্তিতে আমি যে কোনো সিদ্ধান্ত নেয়। আমরা আমাদের জনগণকে রক্ষা করব।’

আরও পড়ুন

ক্রেমলিন এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো প্রকাশ্য মন্তব্য করেনি, তবে ট্রাম্পের বক্তব্যের পর মস্কোর শেয়ার বাজার তীব্রভাবে পড়ে গেছে। সম্প্রতি ট্রাম্প এবং মেদভেদেভ সোশ্যাল মিডিয়ায় একে অপরের বিরুদ্ধে একাধিক ব্যক্তিগত আক্রমণে জড়িয়ে পড়েছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজামীর অপরাধ এদেশে ইসলাম কায়েম করতে চেয়েছিলেন : এটিএম আজাহারুল ইসলাম

ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পদ্মা নদী থেকে দুই বাংলাদেশীর মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে করতোয়া নদীর ভাঙ্গনে মির্জাপুর-জোড়গাছা আঞ্চলিক সড়ক

কুড়িগ্রামের রাজারহাটে দেড় বছরের শিশুর পানিতে ডুবে মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পায়ে শিকল-বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার