র্যাব ১৩ ও র্যাব ১১’র যৌথ অভিযানে পলাতক আসামি গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : র্যাব ১৩ এবং র্যাব ১১ এর যৌথ অভিযানে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা হতে ৫ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৩, ব্যাটালিয়ন সদর এবং র্যাব ১১, সিপিএসসি, আদমজীনগর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানার মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রংপুরের পীরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে মো: ফিরোজকে (৪০) গ্রেফতার করে।
আরও পড়ুনর্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন