বগুড়ার মোকামতলায় তিন কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার মোকামতলা থেকে ৩ কেজি গাঁজাসহ তিন কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে গাঁজাসহ তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো কুড়িগ্রামের ফুলবাড়ির চর পশ্চিম ধনীরাম এলাকার ইসরাইল মিয়ার ছেলে কুরাইশ আহম্মেদ (২৫), লালমনিরহাট জেলা সদরের সাতপাটকি মহেন্দ্র নগর এলাকার মৃত আবুল বাশারের ছেলে রাজু মিয়া (৩২) ও বস্তি খাটামারি এলাকার মোকছেদুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (২১)।
বগুড়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর মীর রুবেল সিএনজি ফিলিং ষ্টেশন এর সামনে রংপুর -ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন