ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে এক ব্যক্তি নিহত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে মিঠুন আলী (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ৯টায় পৌর শহরের রঘুনাথপুর সরকারপাড়া মহল্লায় দুর্ঘটনাটি ঘটে। মিঠুন পৌর শহরের গুয়াগাঁও মহল্লার মৃত রফিকুলের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, শহরের কাজী নজরুল ইসলাম সড়কের পাশে সরকারপাড়ায় গরুর খামারি আলালের পরিত্যক্ত খামার থেকে মিঠুনের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুনখামারের মালিক আলাল পুলিশকে জানায়, মিঠুন চুরি করতে এসে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করেছে পুলিশ।
মন্তব্য করুন