তিনি আরো বলেন, ‘আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের বিষয়ে বর্তমানে হাটহাজারী থানায় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
চবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লাবিবা লামিয়া তানহা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
আজ সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে ‘সিয়াম প্যালেস’ নামক একটি বাসার চতুর্থ তলায় জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।লামিয়ার রুমের জানালা থেকে তার মরদেহ নিচে নামায় তার মা ও বাবা মুতাসির বিল্লাহ শামীম।
পারিবারিক সূত্রে জানা গেছে, এক মাত্র সন্তান লামিয়ার পড়াশোনার সুবিধার্থে তার বাবা-মা ক্যাম্পাস সংলগ্ন সিয়াম প্যালেস ভবনে একটি বাসায় ভাড়া থাকতেন। লামিয়া বিশ্ববিদ্যালয়ের ইয়ং ইকোনমিস্ট সোসাইটি এবং ক্যারিয়ার ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন।
সহপাঠীদের মতে, তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী।
লামিয়ার সহপাঠী তনিমা বিনতে হোসেইন বলেন, অনেকদিন ধরেই ও কিছুটা বিষণ্ন ছিল। তবে কী কারণে এমন ছিল, তা আমাদের বলেনি। কারো সঙ্গে তেমন কথা বলত না।
একা একা থাকত। এ জন্য বান্ধবী নীরা সবসময় ওর সঙ্গেই থাকত। কিন্তু গতকাল নীরা ছিল না। আমাদের ধারণা, একাডেমিক চাপ থেকেই এমনটা করেছে।
আরও পড়ুনকারণ, ও এবারের ২৩-২৪ শিক্ষাবর্ষের সঙ্গে পরীক্ষাও দিচ্ছে।
বিশ্ববিদ্যালয় থানার ইনচার্জ মোস্তফা বলেন, ঘটনাটি আমাদের জানিয়েছেন কোরবান আলী স্যার। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি, লাশ ফ্লোরে নামানো অবস্থায়, জানালার সঙ্গে ওড়না প্যাঁচানো ছিল। বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, সকাল সাড়ে ৯টার দিকে তারা মরদেহটি দেখতে পান এবং ওড়না কেটে নিচে নামিয়ে রাখেন।
মন্তব্য করুন