বগুড়ার ধুনটে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আয়েশা খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আয়েশা খাতুন উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটী গ্রামের আশাদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকার ১০টায় আয়েশা খাতুন বাড়ি থেকে বের হয়ে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় মথুরাপুর বাজার থেকে ধানঘরাগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় আয়েশা খাতুন গুরুতর আহত হয়। এরপর তাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনসেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আয়েশা খাতুনের মৃত্যু হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ নেই। ফলে আইনী প্রক্রিয়া শেষে আয়েশা খাতুনের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন