ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

ইরানে আইআরজিসি’র ঘাঁটিতে বন্দুক হামলা

ইরানে আইআরজিসি’র ঘাঁটিতে বন্দুক হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় একজন নিহত ও অন্য আরেকজন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পশ্চিম আজারবাইজান ঘাঁটির আইআরজিসি জনসংযোগ প্রধান কর্নেল শাকের জানান, কয়েক ঘণ্টা আগে সারদাশতের আগলান গ্রামের কাছে আইআরজিসির ঘাঁটিতে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা নির্বিচারে গুলি চালিয়ে একজনকে হত্যা করে। এ ঘটনায় অন্য একজন আহত হয়েছেন। তিনি বলেন, এই হামলাটি ওই অঞ্চলে আইআরজিসির একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে করা হয়েছিল। ঘটনার তদন্ত চলছে এবং স্থানীয় কর্মকর্তারা এখনো অন্য কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

আরও পড়ুন

এদিকে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি আদালত ভবনে শনিবার সশস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইরানি গণমাধ্যমের বরাতে এই খবর জানানো হলেও হামলায় হতাহতের বিষয়ে এবং কারা এই হামলার সঙ্গে জড়িত তা নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

রংপুরের বদরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদসহ আটক ১

বগুড়ার দুপচাঁচিয়ায় শিশু ও নারী নির্যাতন মামলার আসামিসহ গ্রেফতার ২

মুজিববাদি সংবিধানকে গত জুলাইয়ে আমরা কবর দিয়েছি : বগুড়ায় জুলাই সমাবেশে জাহিদ আহসান

ফ্যাসিস্ট ও খুনীদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না : গোলাম রব্বানী

বগুড়া মহিলা ডিগ্রি কলেজে পরিচিতি সভায় সাবেক এমপি লালু